বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

মডেমের ব্যবহার

মডেমের ব্যবহার

             Modulator এবং Demodulator শব্দের সংক্ষিপ্তরূপ Modem। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিনত করে। মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। ডেটা ট্রান্সফারে প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং প্রাপক কম্পিউটারের সংঙ্গে যুক্ত মডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপামত্মর করে।

মডেমের ব্যবহার/ভূমিকাঃ

ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় অনেক রকম মাধ্যম ব্যবহার করা হয়। এদের মধ্যে টেলিফোন লাইন,মাইক্রো্ওয়েব,স্যাটেলাইট ইত্যাদি উলেস্নখযোগ্য। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে অ্যানালগ সংকেত আদান-প্রদান হয়। কিন্তু কম্পিউটারের ডেটা বা তথ্য থাকে ডিজিটাল সংকেত রূপে। কাজেই ডেটা কমিউনিকেশ এর জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপামত্মর করা প্রয়োজন। আর এই কাজটি করে ডেটা কমিউনিকেশ ব্যবস্থায় গুরম্নত্বপূর্ন ভূমিকা রাখে মডেম। মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিনত করে টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রাপকের নিকট প্রেরন করে। প্রাপকের কম্পিউটারের সাথে যুক্ত মডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপামত্মর করে তা কম্পিউটারের ব্যবহারের উপযোগী করে।
 

কোন মন্তব্য নেই:

মডেমের ব্যবহার

মডেমের ব্যবহার              Modulator এবং Demodulator শব্দের সংক্ষিপ্তরূপ Modem। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং ডিমডুলেটর অ্যানালগ সং...